Saturday, September 19, 2009

Shakib jakir



সাকিব জাকিরের প্রথম অ্যালবাম 'সাকিব জাকির'

প্রবাসী তরুণ গায়ক সাকিব জাকির। বহুদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন। পড়ালেখার পাশাপাশি সঙ্গীতটাকে ধরে রেখেছেন শখের বশে। গত বছর গায়ক তাহসান রহমান খান আমেরিকায় পড়তে গেলে, সেখানে সাকিবের সাথে তার পরিচয় ঘটে। প্রবাসী এই তরুণের সঙ্গীতের আলাদা মাধুর্য ছুঁয়ে যায় তাহসানকে। সেই কারণেই সাকিবের জন্য একটি গানে কথা ও সুর করেন তিনি। আর এভাবে তাহসানের সূত্র ধরেই বাংলাদেশে জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগি্নবীণার ব্যানারে সাকিব জাকিরের প্রথম একক অ্যালবাম 'সাকিব জাকির' প্রকাশিত হল।

অ্যালবামে গান রয়েছে ১০টি। এই অ্যালবামে গান লিখেছেন সেইন্ট আখুনজী ও শাহরিয়ার খান। আর ঘুম গানটি বাদে সবগুলো গানের সুর করেছেন সাকিব জাকির। তবে সাকিবের সাথে দুটি গানে সহ-সুরকার হিসেবে কাজ করেছেন মার্কিন সঙ্গীত শিল্পী এডাম ফ্রিশার্টয।

Click the image below and get "Shakib jakir"



Catch Shakib Jakir on facebook

Shakib Jakir info


Shakib Jakir's Wall


0 comments:

 
template by suckmylolly.com - header image by Martin Walls