Saturday, September 19, 2009

Kichu kothar golpo



মোনালিসা'র কিছু কথার গল্প

নতুন শিল্পীদের নিয়ে সবসময়ই কাজ করে যায় জি-সিরিজ ও অগি্নবীণা। এই ঈদের বাজারে বাণিজ্যিক অ্যালবামের ভিড়েও অগি্নবীণা প্রকাশ করলো নতুন শিল্পী মোনালিসার দ্বিতীয় অ্যালবাম কিছু কথার গল্প। অ্যালবামের গানগুলো হল- মন্দ কি আজ, উষ্ণ হাতে, তোমাকে ছেড়ে, হৃদয় খুঁড়ে তুমি, হিসেবের অংক খাতা, নিঃসঙ্গ কান্না, বেহিসেবী, সন্ধ্যাতারা, খেয়ালী মন, ফিরে দেখা, আকাশ ছোঁয়া। গানগুলোর সুরকার ও গীতিকাররা হলেন- তুষার, সজল, কে জিয়া, শামাউন শাফকাত, হুমায়রা মোর্শেদ, সুমন, বাপ্পী খান, শারমিন সুলতানা তন্বী ও লুৎফর হাসান। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল।

নতুন হলেও মোনালিসার প্রথম অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে। তবে সেটি ছিল দেশাত্মবোধ গানের অ্যালবাম। কিছু কথার গল্প সেদিক দিয়ে এই শিল্পীর প্রথম একক মৌলিক অ্যালবাম।

ছোটবেলা থেকেই পারিবারিক আবহে গানের সাথে জড়িয়ে যান মোনালিসা। ১৯৮৭ সালে জাতীয় আঞ্চলিক শিশু শিল্পী প্রতিযোগিতায় একই সাথে গান এবং নাচে পুরস্কার পান। ছায়ানট থেকে এই শিল্পী নজরম্নল সংগীতের কোর্স সম্পূর্ণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী হওয়াতে নাটকের জন্য বেশ অনেকগুলো তৈরি করেছেন তিনি। সেই সময়ই বন্ধু বান্ধবদের সূত্র ধরে তার পরিচয় হয় জিঙ্গেল গায়ক রেশাদের সাথে। আর তার হাত ধরেই মোনলিসা শুরম্ন করেন বিজ্ঞাপনের জিঙ্গেল গাওয়। এই শিল্পীর অন্যতম জিঙ্গেলটি হচ্ছে তিব্বত লিপ জেল এর - আজ আমার হারাবার নেই মানা, এসোনা পাখি হয়ে মেলি ডানা।

গান, অভিনয় ও নাচ ভাললাগার তিনটি বিষয় থেকে গানকে বেছে নিয়েছেন এই শিল্পী। জীবনের প্রেরণা হিসেবে আর গানের হাত ধরেই চলতে চান তার বাকিটা পথ।

Click the picture and get "kichu kothar golpo"


0 comments:

 
template by suckmylolly.com - header image by Martin Walls