Saturday, September 19, 2009

The Director - A Film by Kamruzzaman Kamu



কামরুজ্জামান কামু
বিরচিত
পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা
দি ডিরেক্টর

দাম্পত্য সংকট নিয়ে ছবি নির্মাণ করছে ডিরেক্টর রতন। তার বউ হেনা চাকরি করে রংপুরে। ৬ বছরের ছোট্ট মেয়ে আদ্রিতাকে নিয়ে সে রংপুরেই থাকে। ছুটিছাটায় মা-মেয়ে বেড়াতে আসে ঢাকায়। এবারেও তারা এসেছে। ছবি আঁকা, কার্টুন দেখা, আর ঘর-বারান্দা-ছাদে খেলে বেড়ানো, ঢাকায় থাকার দিনগুলো এভাবেই কেটে যায় ফোকলা দাঁতের মিষ্টি মেয়ে আদ্রিতার। শুটিং শেষে গভীর রাতে ঘরে ফেরে রতন। ক্লান্ত আর অবসন্ন দেহ মুহূর্তেই হারিয়ে যায় ঘুমের অতলে। স্বামীকে কাছে পেয়েও পুরোপুরি পাওয়া হয় না হেনার। অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় খেলা করে তার অন্তর্গত রক্তের ভেতর।

রতনের সময় নেই। যতক্ষণ বাসায় থাকে, মেয়েকে নিয়ে মশগুল। আর যতক্ষণ শুটিং-এ, যতক্ষণ আড়ালে, ততক্ষণ-ই নায়িকা ফারিয়া। সেই আদিমের হাতছানি। সেই ছলনার মায়াজাল। যে দাম্পত্য সংকট নিয়ে ছবি বানাচ্ছিল রতন, সেই দাম্পত্য সংকটই তছনছ করে দিল আদ্রিতা ও তার মায়ের জীবন।

তারপর? তার পরই এক নতুন চমক। পত্রিকায় খবর এলো, ছবির কাজ অসমাপ্ত, নায়িকাসহ ডিরেক্টর উধাও। খবর পড়ে চান্দি গরম প্রোডিউসার কচি খন্দকারের। গল্প বাঁক নিয়ে দৌড় দেয় অন্য দিকে। বিপদে পড়ে কচি ফোন দেয় কামরুজ্জামান কামুকে। নারী-বেষ্টিত কে এই কামু ? আগে একবার তাকে দেখা গিয়েছিল ফারিয়া-রতনের অভিসারের সাক্ষী হিসাবে! এবার দেখা গেল তার আরেক রূপ। রহস্যময় কামুর মধ্যস্থতায় অসমাপ্ত ছবির কাজ শেষ করার দায়িত্ব পায় ডিরেক্টর মারজুক রাসেল। সে কাস্ট করে নায়িকা পপিকে। শুরু হয় মারজুক-পপির ফ্যান্টাসি।

কিন্তু কামুর বান্ধবী চৈতি কেন ফোন করে হুমকি দেয় মারজুককে? সংকট গভীর হয়। হাওয়া খেয়ে ফেরার পথে মারজুকের গাড়ি থেকে পপিকে কিডন্যাপ করে নিয়ে যায় ভিলেনের মত কে এই কালো লোকটা ? এখন নায়িকা ছাড়া কিভাবে শেষ হবে ছবির কাজ ? তাহলে কি কচি খন্দকার ঈদের আগে মুক্তি দিতে পারবে না তার জীবনের প্রথম ছবি? এইসব প্রশ্নের উত্তর দিবে বাস্তবে ভরা কল্পনায় ঠাসা নাচেগানে ভরপুর পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা দি ডিরেক্টর।




কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা
কামরুজ্জামান কামু

অভিনয়ে
পপি
মারজুক রাসেল
তানভীন সুইটি
মোশাররফ করিম
নাফিজা জাহান
বাপ্পী আশরাফ
আদ্রিতা
কামরুজ্জামান কামু
কচি খন্দকার
তারেক মাহমুদ
ফিরোজ চৌধুরি
চৈতি
ও অন্যান্য

কণ্ঠশিল্পী
মমতাজ
মারজুক রাসেল
নকুল কুমার বিশ্বাস
সুমি (লালন ব্যান্ড)
পদ্ম (চিৎকার ব্যান্ড)
মাহাদী
কামরুজ্জামান কামু
তুনি নিগার

গীতিকার
মারজুক রাসেল
পদ্ম
কবির বকুল
কামরুজ্জামান কামু

সঙ্গীত পরিচালনা
শওকত আলী ইমন
লিমন
পদ্ম
পলাশ

নৃত্য
তাৎক্ষণিক

শিল্প নির্দেশনা
তাৎক্ষণিক

চিত্রগ্রহণ
ফিরোজ চৌধুরী
সোহাগ চৌধুরী
আশিক অপু

প্রযোজনা
দি ডিরেক্টরস ডোমেইন



0 comments:

 
template by suckmylolly.com - header image by Martin Walls