প্রকাশিত হল রাজীবের অ্যালবাম 'যদিও'
সমপ্রতি প্রযোজনা প্রতিষ্ঠান অগি্নবীণার ব্যানারে প্রকাশিত হল রাজীবের একক অ্যালবাম 'যদিও'। আর এ উপলক্ষ্যে ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যান্ড শিল্পী আইয়ূব বাচ্চু, সংগীত পরিচালক শওকত আলী ইমন, সংগীত শিল্পী বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, দিনাত জাহান মুনি্ন, গীতিকার কবির বকুল ও অগি্নবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। এছাড়াও ছিলেন শিল্পীর নিজের আত্মিয় ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
অতিথিরা একে একে রাজীবকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। তবে গতানুগতিক বক্তব্যের পাশাপাশি অতিথিরা পাইরেসির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। এক্ষেত্রে আইয়ূব বাচ্চু বলেন, "তা নাহলে পুরাতনরাতো অবশ্যই সেই সাথে নতুনরাও সংগীত ভূবন থেকে সরে দাঁড়াবে। কারণ পাইরেসির কারণে আজ আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে প্রযোজনা সংস্থাগুলো, অচিরেই সেটার প্রভাব শিল্পীদের উপরেও এসে পড়বে।"
সকলের বক্তব্যের শেষে আইয়ূব বাচ্চুর সাথে মিলিত হয়ে সকলে মিলে 'যদিও' অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। উল্লেখ্য জি-সিরিজ ও অগি্নবীণা প্রযোজনা সংস্থার কোন অ্যালবাম মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এবারই প্রথম হাজির ছিলেন আইয়ূব বাচ্চু।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনটিভি'র 'এই সপ্তাহের সংস্কৃতি' খ্যাত উপস্থাপিকা ফাতেমা আমিন হুমা।
আহমেদ রাজীবের দ্বিতীয় একক অ্যালবাম 'যদিও'। নিজের লেখা ও সুরে এসব গানের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, শিহাব, রিপন ও হৃদয় খান। মেলো রক ও ফিউশন ঘরানার এসব গানগুলো হল ঃ মেঘকালো, আকাশ মাটি, কে?, বন্ধুত্ব, জোৎস্না গ্রহণ, চল চল, অ!!!, কল্পিত প্রতিশ্রুতি, প্রিয় বাংলাদেশ, কে?(বাপ্পা ভারশন)
গানের জগতে মোটেই নতুন নয় আহমেদ রাজীব। ছোটবেলা থেকেই বোনদের সাথে গান শিখতে শুরু করেন তিনি। পরে তবলা শিখতে শুরু করেন। দুই বছর তবলায় প্রশিক্ষণ নেন তিনি। কলেজ জীবনে গড়ে তোলেন নিজের ব্যান্ড। রাজীব ছিলেন সেই ব্যান্ডের লিড ভোকাল। ব্যান্ডের জন্য মৌলিক গান লেখা ও সুর করা শুরু করেন। সেখান থেকেই রাজীবের গান লেখা ও সুর করার উপর আগ্রহ বাড়তে থাকে। পরে পড়াশুনা ও অন্যান্য কাজের ব্যস্তায় ব্যান্ডটি ভেঙ্গে যায়। আর তারপরেই একক ক্যারিয়ার গড়ে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন এই শিল্পী। ২০০৪ সালে শুরু করেন প্রথম একক অ্যালবাম 'কাচের ছবি'র কাজ। সেই বছরেই প্রকাশিত হয় তার প্রথম অ্যালবামটি। রাজীবের নিজের লেখা ও সুরে সেই অ্যালবামের সংগীত পরিচালক ছিলেন আলী ইমন।
নিজের অ্যালবাম ছাড়াও অন্যদের অ্যালবামেও বেশ কিছু কাজ করেছেন রাজীব। এরমধ্যে
গীতিকার হিসেবে কাজ করেছেন, সায়মন, ক্লোজআপ ওয়ান খ্যাত সোনিয়া ও আরিফ, মধাবসহ বিভিন্ন জনের অ্যালবামে। সুরকার ও গীতিকার হিসেবে কাজ করেছেন নীলা নাজনিন, তিশাসহ বেশ কয়েকজনের অ্যালবামে।
সমপ্রতি প্রযোজনা প্রতিষ্ঠান অগি্নবীণার ব্যানারে প্রকাশিত হল রাজীবের একক অ্যালবাম 'যদিও'। আর এ উপলক্ষ্যে ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যান্ড শিল্পী আইয়ূব বাচ্চু, সংগীত পরিচালক শওকত আলী ইমন, সংগীত শিল্পী বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, দিনাত জাহান মুনি্ন, গীতিকার কবির বকুল ও অগি্নবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। এছাড়াও ছিলেন শিল্পীর নিজের আত্মিয় ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
অতিথিরা একে একে রাজীবকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। তবে গতানুগতিক বক্তব্যের পাশাপাশি অতিথিরা পাইরেসির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। এক্ষেত্রে আইয়ূব বাচ্চু বলেন, "তা নাহলে পুরাতনরাতো অবশ্যই সেই সাথে নতুনরাও সংগীত ভূবন থেকে সরে দাঁড়াবে। কারণ পাইরেসির কারণে আজ আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে প্রযোজনা সংস্থাগুলো, অচিরেই সেটার প্রভাব শিল্পীদের উপরেও এসে পড়বে।"
সকলের বক্তব্যের শেষে আইয়ূব বাচ্চুর সাথে মিলিত হয়ে সকলে মিলে 'যদিও' অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। উল্লেখ্য জি-সিরিজ ও অগি্নবীণা প্রযোজনা সংস্থার কোন অ্যালবাম মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এবারই প্রথম হাজির ছিলেন আইয়ূব বাচ্চু।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনটিভি'র 'এই সপ্তাহের সংস্কৃতি' খ্যাত উপস্থাপিকা ফাতেমা আমিন হুমা।
আহমেদ রাজীবের দ্বিতীয় একক অ্যালবাম 'যদিও'। নিজের লেখা ও সুরে এসব গানের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, শিহাব, রিপন ও হৃদয় খান। মেলো রক ও ফিউশন ঘরানার এসব গানগুলো হল ঃ মেঘকালো, আকাশ মাটি, কে?, বন্ধুত্ব, জোৎস্না গ্রহণ, চল চল, অ!!!, কল্পিত প্রতিশ্রুতি, প্রিয় বাংলাদেশ, কে?(বাপ্পা ভারশন)
গানের জগতে মোটেই নতুন নয় আহমেদ রাজীব। ছোটবেলা থেকেই বোনদের সাথে গান শিখতে শুরু করেন তিনি। পরে তবলা শিখতে শুরু করেন। দুই বছর তবলায় প্রশিক্ষণ নেন তিনি। কলেজ জীবনে গড়ে তোলেন নিজের ব্যান্ড। রাজীব ছিলেন সেই ব্যান্ডের লিড ভোকাল। ব্যান্ডের জন্য মৌলিক গান লেখা ও সুর করা শুরু করেন। সেখান থেকেই রাজীবের গান লেখা ও সুর করার উপর আগ্রহ বাড়তে থাকে। পরে পড়াশুনা ও অন্যান্য কাজের ব্যস্তায় ব্যান্ডটি ভেঙ্গে যায়। আর তারপরেই একক ক্যারিয়ার গড়ে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন এই শিল্পী। ২০০৪ সালে শুরু করেন প্রথম একক অ্যালবাম 'কাচের ছবি'র কাজ। সেই বছরেই প্রকাশিত হয় তার প্রথম অ্যালবামটি। রাজীবের নিজের লেখা ও সুরে সেই অ্যালবামের সংগীত পরিচালক ছিলেন আলী ইমন।
নিজের অ্যালবাম ছাড়াও অন্যদের অ্যালবামেও বেশ কিছু কাজ করেছেন রাজীব। এরমধ্যে
গীতিকার হিসেবে কাজ করেছেন, সায়মন, ক্লোজআপ ওয়ান খ্যাত সোনিয়া ও আরিফ, মধাবসহ বিভিন্ন জনের অ্যালবামে। সুরকার ও গীতিকার হিসেবে কাজ করেছেন নীলা নাজনিন, তিশাসহ বেশ কয়েকজনের অ্যালবামে।
Click the picture below and get "jodio"
0 comments:
Post a Comment