প্রথম এলবাম হৃদয় মিক্সড দিয়েই হৃয়দ খান জানান দিয়েছিলেন তার স্বতন্ত্র প্রতিভার কথা। গত বছর বাজারে আসা এ এলবামটিতে তার গাওয়া 'চাই না মেয়ে তুমি' গানটি এখনও জনপ্রিয়তায় অন্যতম শীর্ষ স্থানে অবস্থান করছে। আমাদের সঙ্গীতে অনেকেই উত্তরাধিকার সূত্রে এসেছেন। যেমন_ ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের হাত ধরে এসেছেন তার মেয়ে ফেরদৌসী রহমান। সৈয়দ আবদুল হাদীর হাত ধরে এসেছেন তনিমা হাদী, ফেরদৌস ওয়াহিদের হাত ধরে এসেছেন হাবিব। এই তালিকাটা একটু লম্বা করতে হচ্ছে হৃদয় খানের জন্য। কারণ হৃদয় খানও এসেছেন তার বাবা জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক রিপন খানের হাত ধরে। এ প্রসঙ্গে রিপন খান বলেন, হৃদয় কখন যে সঙ্গীতে এলো তা আমার নিজের কাছেও অজানা। আমার বাসায় একটি স্টুডিও আছে। কথা ফোটার পর থেকে হৃদয় সেখানে বসে খেলতে পছন্দ করত। তার খেলনা ছিল সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র। খেলতে খেলতেই সে সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র সম্পর্কে দক্ষ হয়ে ওঠে। হৃদয়ের যা কিছু অর্জন তা সে নিজের পরিশ্রমেই করেছে। এতো গেল হৃদয় সম্পর্কে তার বাবা রিপন খানের মন্তব্য। হৃদয়ের সঙ্গীতায়োজনে প্রথম এলবাম হৃদয় মিক্সডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানে তিনি বলেন, ১৮ বছর ধরে রিপন খানের সঙ্গে আমার কাজের সম্পর্ক। আমার অনেক জনপ্রিয় বিজ্ঞাপনের জিঙ্গেল তার বাবার। অনেক রাত আমরা একসঙ্গে কাটিয়েছি। আমার চোখের সামনেই বেড়ে উঠেছে হৃদয়। রিপনের কাছ থেকে শুনেছিলাম তার বড় ছেলে হৃদয়ের সঙ্গীতের প্রতি খানিকটা ঝোক আছে। কিন্তু তাই বলে নিজের সুর, কথা ও সঙ্গীতায়োজনে একটি এলবাম প্রকাশ করে ফেলবে তা ভাবতেও পারিনি। হৃদয় খান আমাকে চমকে দিয়েছে। রিপন খানের বাবা ওস্তাদ মইনুল ইসলাম খান উচ্চাঙ্গসঙ্গীত চর্চা করতেন। রিপন খান হলেন একজন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক। তার ছেলেও যে সঙ্গীতের সঙ্গে যুক্ত হবেন সেটাই স্বাভাবিক। তবে হৃদয় খানের সঙ্গীতে আসা হঠাৎ করেই। হৃদয় খান বর্তমানে 'ও' লেভেলের ছাত্র। বয়সও সে তুলনায় অনেক কম। এত অল্প বয়সে সঙ্গীত পরিচালক হিসেবে নাম লেখানোতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। তাদের সে বিস্ময়ের কান্তিটাকে আরেকটু লম্বা করতে সম্প্রতি প্রকাশ হয়েছে হৃদয় খানের প্রথম একক এলবাম 'বল না'। 'বল না' শিরোনামের শীর্ষ গানটি এলবাম প্রবাশের দু'মাস আগ থেকেই এফএম রেডিওর হিট গান হিসেবে প্রচার হচ্ছিল। এলবামটি প্রকাশের পর এর বাজার রিপোর্ট নিয়ে তাই ভাবতে হয়নি হৃদয় খানকে। প্রথম এলবাম হৃদয় মিক্সডের মতোই 'বল না' এলবামটি নিয়েও আশাতীত সাড়া পেয়েছেন তিনি। অন্যান্য শিল্পী সলো এলবামের জন্য কম্পোজিশন ও নিজের সলো এলবামের কম্পোজিশনের মধ্যে পার্থক্য কি প্রশ্ন করলে তিনি বলেন, গান সব সময়ই আমার কাছে একটি ভালবাসার জায়গা, কার গান_ এ বিচার করে আমি কখনও কম্পোজিশন করি না। নিজের ভাল লাগাকেই আমি গানের ভেতর ফুটিয়ে তুলি। আমি মনে করি পরিশ্রম করে কোন কাজ করলে সেটি সার্থক হবেই। রিপন খানের দুই ছেলে এক মেয়ে। হৃদয়, প্রত্যয় ও রাইজা। বড় ছেলে হৃদয় খান কোন মিউজিক কম্পোজিশন করার আগে বাবা রিপন খানের সঙ্গে মতবিনিময় করে নেন। কীভাবে করলে ভাল হবে কিংবা মিউজিকের স্কেলটা আরেকটু উঁচুতে উঠালে কেমন হয় এসব নিয়ে রিপন খানের পরামর্শ নিলেও হৃদয় খান নিজের মতো করে নিজেরই চিন্তা-ভাবনায় সব সাজিয়ে নেন। যা শুনে বাবা রিপন খানও মাঝে মধ্যে অভিভূত হয়ে পড়েন। হৃদয় খানের জনপ্রিয় গান 'চাই না মেয়ে তুমি অন্য কারও হয় ... এই গানটির মিউজিক ট্রাক শেষ করে ভয়েস দেয়ার সময় রিপন খান স্টুডিওতে ঢোকেন, গানটির প্রথম কলি শুনে তিনি বলেছিলেন গানটি জনপ্রিয় হবে। সত্যিই তাই হয়েছে। সেই ধারাবাহিকতায় হিট হয়েছে হৃদয়ের নতুন একক এলবাম 'বল না।' কিন্তু জনপ্রিয়তার শিখরে থেকেও হৃদয় খান গানকে পেশা হিসেবে নিতে চান না। কারণটা তার কাছ থেকেই শোনা যাবে আমাদের দেশে সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নেয়ার সময় এখনও আসেনি। সঙ্গীত হবে গাইড প্রফেশন। পেশার জন্য অন্য কিছুকে বেছে নিতে হবে। নতুন এলবাম সম্পর্কে হৃদয় বলেন, আমার গাওয়া প্রথম গান 'চাই না মেয়ে তুমি' ছিল একটু ফাঞ্জ ধরনের। আমি আমার নতুন একক এলবামটিতে ফাঞ্জ, মেলোডি, ক্ল্যাসিকাল সব ধরনের গানই করেছি। সঙ্গীত নিয়ে আমি পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসি। কারণ এর মাধ্যমেই নতুন কিছু বেরিয়ে আসে। হৃদয় খান তার প্রথম একক এলবাম 'বল না'। উৎসর্গ করেছেন প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনকে। এ সম্পর্কে হৃদয় বলেন, এলবামটির কাজ যখন প্রায় শেষের দিকে তখন মাইকেল জ্যাকসনের মৃত্যুর সংবাদ পাই। সংবাদটি আমাকে এতটাই নাড়া দিয়েছিল যে আমি তার জন্য আলাদা করে একটি গান কম্পোজ করি এবং আমার প্রথম এলবামটিও তাকে উৎসর্গ করি। শুধু এলবামের সঙ্গীতায়োজন নয়; এরই মধ্যে হৃয়দ খান জিঙ্গেলও করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর তিব্বত বিউটি সোপের'এ জিঙ্গেল করার পর তিনি ব্যস্ত হয়ে পড়েন। নিজের একক এলবাম 'বল না'র রেকর্ডিংয়ে। বল না তো বাজারে এসেছে। এখন কি করছেন প্রশ্ন করলে তিনি বলেন, নতুন একটি ছেলের একক এলবামের কাজ করছি। কাজ শেষ করতে পারলে এবারের ঈদে এলবামটি বাজারে আসতে পারে। দেশের অডিও শিল্পে নতুন সব তারকাদের ভিড়ে এক অন্যরকম তারা হচ্ছেন হৃদয় খান। হৃদয় মিক্সড ও বল না এলবামের মধ্য দিয়ে ভক্তদের কাছে নিজের স্বতন্ত্র ধারা প্রকাশ করেছেন। অনেক নতুন তারাই প্রতিযোগিতায় টিকতে না পেরে ঝরে পড়ে। হৃদয় এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি তার প্রতিটি কাজেই নিজেকে ভেঙে ভেঙে নতুন কিছু উপহার দিচ্ছেন। তিনি তার কাজের মাধ্যমে বেঁচে থাকতে চান ভক্ত-শ্রোতাদের হৃদয়ে।
0 comments:
Post a Comment